কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ০০:৪৫ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১০:৫৫ এএম
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৪ আগস্ট) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
নিহত ফিরোজ খান ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাহমুদ শরীফের ছেলে।
ওসি মো. শামীম হোসেন জানান, ভোরের দিকে বালুখালী ৮ ক্যাম্পের বি-৫০ ব্লকের আবু বক্করের বসতঘরের সামনে রাস্তার ওপর অজ্ঞাতপরিচয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ক্যাম্পে আধিপত্য বিস্তার কেন্দ্র করে তাকে খুন করা হয়েছে। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।