শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২৩:৩৯ পিএম
প্রতীকী ছবি
গাজীপুরের কাপাসিয়ায় বড় ভাই বরকত আলীর বাড়ীর পশ্চিম পাশের বাঁশ ঝাড়ের ঝোপ থেকে ছোট ভাই ব্যবসায়ী জামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চারবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
বুধবার (১৪ আগস্ট) বিকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কাপাসিয়া থানার এসআই আমিনুল হক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী নার্গিস বেগম বলেন, গত মঙ্গলবার সকালে দোকানে যাওয়ার কথা বলে জামাল উদ্দিন বাসা থেকে বের হয়। রাত হয়ে গেলেও বাড়ীতে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজির পর স্থানীয় মেম্বারকে জানালে দুই দিন অপেক্ষা করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। জামাল উদ্দিন কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীনের মামা।
তিনি বলেন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমাদের সংসার। কারা কেন আমার স্বামীকে হত্যা করে মরদেহ বাঁশ ঝাড়ের মধ্যে ফেলে রেখেছে তা জানি না।
নিহতের ছেলে কলেজ শিক্ষার্থী নাহিদ হাসান শুভ বলেন, আমি গ্রাম পাহাড়ায় ছিলাম। ভোরে গ্রাম পাহাড়া শেষে বাড়ীতে এসে আর বাবাকে পাইনি।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, সুরতহালে লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পেটে ও বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে দাগ রয়েছে।