মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২৩:১৪ পিএম
শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির। বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের আখড়া বাজার চত্বরে এসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
বক্তব্যে বিএনপি নেতারা বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। এতে শত শত ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এসব হত্যাকাণ্ড চালিয়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তাই গণহত্যার দায়ে দেশে ফিরিয়ে এনে তাকেসহ জড়িতদের বিচার করতে হবে।
ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে বিএনপি নেতারা আরও বলেন, শুধু হত্যাকাণ্ডই নয়, গত ১৫ বছরে আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি ও নেতারা অনিয়ম-দুর্নীতি করেছে, তাদের বিচার করতে হবে। এমনকি অবৈধভাবে অর্জন করা সম্পদ রাষ্ট্রীয় কোষাগারের আওতায় নিতে হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। যতদিন বিচার হবে না ততদিন আমরা রাজপথে থাকবো।
জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। গুম-খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাই।
এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। জেলা শহরের পুরানথানা থেকে ছাত্রদল ও স্টেশন রোড থেকে যুবদল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আখরা বাজার চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।