× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীগঞ্জে সেনা হস্তক্ষেপে উদ্ধার হলো প্রবাসীর জমি ও ব্যবসা প্রতিষ্ঠান

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২৩:০৭ পিএম

 নবীগঞ্জে সেনা হস্তক্ষেপে উদ্ধার হলো প্রবাসীর জমি ও ব্যবসা প্রতিষ্ঠান

হবিগঞ্জের নবীগঞ্জে দীর্ঘ দেড় যুগ পর  উদ্ধার হয়েছে প্রবাসীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও জমি। হবিগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্র নতুন বাজার মোড় সন্নিকটে মায়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামে ব্যবসায় প্রতিষ্ঠান ও ভূমি সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে।

সেনা সূত্রে জানা গেছে, প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শেখ আব্দুল গফুর সপরিবার যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান ও জমি দেখাশোনার দায়িত্ব দেন আপন ভাগনা সাজ্জাদুর রহমানকে। ভাগনা ১৮ বছর ধরে সেই জমি ও মায়া ট্রাভেলস জবরদখল করে মামাকে উল্টো হুমকিধমকি দিয়ে নানাভাবে হয়রানি করে আসছিলেন।

এ নিয়ে মামা গফুর বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও প্রভাবশালী ভাগিনার কবল থেকে সম্পত্তি উদ্ধারে ব্যর্থ হন। অবশেষে অন্তর্বর্তী সরকারের নবীগঞ্জ থানায় দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্প বরাবর অভিযোগ দায়ের করেন আব্দুল গফুর। বিষয়টি গুরুত্বসহকারে  বিবেচনা করে কাগজপত্র যাচাইবাছাই করেন সেনা কর্মকর্তা। গত ১৩ আগস্ট বেলা ২টায় ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া জবরদখলকারীর কবল থেকে মায়া ট্রাভেলস ও এর জমি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেন।

ঘটনার সত্যতা শিকার করেছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া। এ ঘটনায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই প্রবাসী ও তার পরিবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা