× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোরকে ধরে গানের তালে নাচালেন স্বেচ্ছায় পাহারারতরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২১:০২ পিএম

মঙ্গলবার রাতে আটক চোরের সঙ্গে সেচ্ছায় পাহারারতরা। প্রবা ফটো

মঙ্গলবার রাতে আটক চোরের সঙ্গে সেচ্ছায় পাহারারতরা। প্রবা ফটো

সচরাচর চুরি করতে এসে চোর ধরা পড়লে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় চোরকে। অনেকে আবার সংঘবদ্ধ মারধর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে দিনাজপুরের ফুলবাড়ীতে মারধর ও পুলিশে না দিয়ে চোরকে ধরে বিভিন্ন গানের সঙ্গে নাচিয়ে অভিনব শাস্তি দিয়েছে স্বেচ্ছায় পাহারারতরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে ফুলবাড়ী পৌরএলাকার কাটাবাড়ীতে নতুন নির্মাণাধীন মসজিদ এলাকায় ঘটেছে এই ব্যতিক্রমী ঘটনা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, চোরকে ধরে বিভিন্ন গানের তালে তালে নাচাচ্ছেন স্বেচ্ছায় পাহারারতরা।

জানা গেছে, মঙ্গলবার রাত দুইটার দিকে পৌরএলাকার কাটাবাড়ীতে নতুন নির্মাণাধীন মসজিদে পাহারারত এক ব্যক্তি ক্ষণিকের জন্য ঘুমিয়ে পড়লে তার মোবাইল ফোনসহ কিছু টাকা নিয়ে দৌঁড়ে পালিয়ে যায় একটি চোর। পরে তাকে দৌঁড়াতে দেখে সন্দেহ হলে পাহারারত একদল যুবক মোটরসাইকেল নিয়ে তাড়া করে আটক করে সেই চোরকে। পরে সে চোরকে ফুলবাড়ী পৌরবাজারের পাহারারত স্বেচ্ছা কমিটির কাছে নিয়ে যায়। সেখানে চোরটির শাস্তি হিসেবে তাকে বিভিন্ন গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে বলা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক, উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক, পৌরএলাকার ৮ নম্বর কাঁটাবাড়ী ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি পলাশ দাস বাপ্পী, মো. শাহাজাহান, সাধারণ শিক্ষার্থী স্মরণ সরকার, সরল, রাজিন হক, স্মরণ সাহা, হাসান, রিফাত, হিমেলসহ আরও অনেকে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাহারারত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এলাকার যুবকরা চোরটিকে ঘিরে বিভিন্ন বাংলা ও হিন্দি গানের সঙ্গে নাচছেন যুবকরা সেই সঙ্গে নাচতে বাধ্য করা হচ্ছে আটক চোরটিকে। পরে তালে তাল মিলিয়ে নাচতে দেখা যায় চোরটিকেও। তবে চোরটির নাম ঠিকানা জানা যায়নি। 

সাধারণ শিক্ষার্থী স্মরণ সরকার ও রাজিন হক জানান, মোটরসাইকেল টহলদল একটি যুবককে দৌঁড়াতে দেখে তাকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, কাটাবাড়ীতে নতুন নির্মাণাধীন মসজিদের কাছে এক পাহারাদারের মোবাইল ও টাকা চুরি করে পালাচ্ছিল সে। পরে তাকে তল্লাশি চালিয়ে মোবাইলসহ টাকা ও দুইটি ব্লেড উদ্ধার করা হয়। পরে পৌরবাজারে স্বেচ্ছায় পাহারারত বিশিষ্ট ব্যক্তিদের কাছে নিয়ে আসলে তাকে শাস্তি হিসেবে গানের সাথে নাচানো হয়।

স্বেচ্ছায় পাহারারত উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক ও ‘আমরা করব জয়’ যুব সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি পলাশ দাস বাপ্পী বলেন, গত ৫ আগস্ট থেকে প্রতিরাতে বিভিন্ন এলাকায় এলাকায়  

সেচ্ছায় পাহারায় আছি । মঙ্গলবার দিবাগত রাতে যুবকদের একটি দল টহলরত অবস্থায় চোরটিকে আটক করে। তারপর চোরটিকে আমাদের কাছে নিয়ে আসলে, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের কাছে আর চুরি না করার প্রতিজ্ঞা করলে তাকে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে তার বাড়ী পৌরএলাকার গৌরীপাড়ায়। সে একটি হত্যা মামলার আসামি। বর্তমানে চুরি করে। পরে যুবকরা তাকে শাস্তিস্বরূপ গানের তালে নাচিয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা