রাজশাহী সিটি কলেজ
রাজশাহী অফিস
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২০:৫৪ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ২১:১৬ পিএম
রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ আমেনা আবেদিনকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে এমন অভিযোগ তোলে অধ্যক্ষের ছেলে ও কোটা আন্দোলনকারীর সক্রিয় সদস্য সামিউল অর্ক রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
অভিযোগকারী অর্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
তবে অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে অর্ক বলেন, ‘আমার মা আমেনা আবেদিনকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছেন। আমেনা আবেদীন অধ্যক্ষের দায়িত্বে থাকাকালীন ১২ আগস্ট সকালে কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেন। সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মা। এর জেরে ১৩ আগস্ট স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে গিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করান।’
তিনি আরও বলেন, ‘পদত্যাগের পর মা এবং আমাদের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। মোবাইল ফোনে একাধিকবার অপরিচিত নম্বর থেকে কল দিয়ে আমাদের হেনস্থা করার হুমকি দেওয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে অর্কের বাবা সাদ হাসানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমার স্ত্রী কোনো অনিময়-দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাকে অন্যায়ভাবে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গিয়ে নানাভাবে হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করেছেন।’
এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিভিন্ন সময় অধ্যক্ষ তার কৃতকর্মের কারণে ছাত্ররা তাকে অপসারণ করেছে। এর সঙ্গে বিএনপি বা ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। আর সরকার পতনের পর অভিযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধানরা পদত্যাগ করেছেন। এটি তারই অংশ।’