× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চট্টগ্রামে নিহত ইশমামের বড় ভাইকে চাকরি দিলেন জেলা প্রশাসক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৯:৩৪ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ২০:১৩ পিএম

বড় ভাই মুহিবুলের হাতে নিয়োগপত্র তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক। ছবি : সংগৃহীত

বড় ভাই মুহিবুলের হাতে নিয়োগপত্র তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ইশমামুল হকের বড় ভাই মুহিবকে চাকরি দিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মুহিবুল হকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। 

এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে সোমবার (১২ আগস্ট) বিকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় নিহত ইশমামের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে চাকরিতে নিয়োগের আশ্বাস দেন জেলা প্রশাসক।  

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লোহাগড়ার কৃতি সন্তান ইশমামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দেই। তারই ধারাবাহিকতায় আজ ইশমামের বড় ভাই মুহিবুল হকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। মুহিবুল জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক হিসেবে কাজ করবেন।’ 

এ ছাড়া ইশমামের স্মরণে তার বাড়ির কাছের কাঁচা সড়কটি পাকা করা হবে। সড়কটি তার নামে নামকরণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, ‘আহত ছাত্র-জনতার সুচিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। তাদের চিকিৎসার পাশাপাশি আমরা আর্থিক সহায়তা দেব এবং তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।’ 

নিহত ইশমামর বড় ভাই মুহিবুল হক জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘চাকরির আশ্বাস দেওয়ার মাত্র দুদিনের মাথায় নিয়োগপত্র পেলাম। জেলা প্রশাসনের দ্রুত এমন উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞ। ইশমামুলকে হারিয়ে দিশেহারা আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ।’

গত ৫ আগস্ট রাজধানী ঢাকার চানখাঁরপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মিছিলে গুলিবিদ্ধ হন ইশমামুল হক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরদিন ৬ আগস্ট রাত ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা