কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৮:০৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১৮:৪৫ পিএম
সীমান্ত সড়ক। ফাইল ফটো
রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে চাঁদের গাড়ি (যাত্রী ও মালামাল বহন করে এমন জিপ) খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি নামক এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তিনজন নিহত হলেও হাসপাতালে নেওয়া দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন রাজস্থলী উপজেলার বালুমুড়া এলাকার বাসিন্দা জিপচালক চিনু মং মারমা ও জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি এলাকার বাসিন্দা মনো চাকমা।
আহতরা হলেন রাজস্থলী উপজেলার বালুমুড়া এলাকার বাসিন্দা ক্য সি নু মারমা, জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি এলাকার বাসিন্দা কালুকেতু চাকমা, বসতা চাকমা, বারমু চাকমা, দোলাইয়া চাকমা ও সুরজ্যোতি চাকমা। তাদের মধ্যে কালকেতু চাকমা ও বসতা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে জুরাছড়ির উদ্দেশে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালকের মৃত্যু হয়। অপর আটজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনার পথে আরও দুজনের মৃত্যু হয়।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসৌরীন্দ্র বড়ুয়া বলেন, হাসপাতালে মৃত অবস্থায় দুজন ও আহত ছয়জনকে আনা হয়েছে। আমরা আশঙ্কাজনক দুজনকে চট্টগ্রামে রেফার্ড করেছি।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, ঘটনাটি ঘটেছে জুরাছড়ি উপজেলার পানকাটা নামক একটি এলাকায়। এই ঘটনায় আমরা তিনজন নিহতের খবর পেয়েছি।