সুবল বড়ুয়া, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ০১:০৯ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ০৮:৫০ এএম
চট্টগ্রাম শহর। ফাইল ছবি
ছাত্র-গণঅভ্যুত্থানে সরকার পতনের পর চট্টগ্রামের চার সেবা সংস্থার প্রধানরা অনেকটা আত্মগোপনে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন। তাই কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সেবা সংস্থাগুলোর রুটিন কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানগুলোর আমলারা। আত্মগোপনে থাকা প্রধান বা চেয়ারম্যানগণ কবে যোগদান করবেন; তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ গত ৫ আগস্ট থেকে নিজ নিজ কার্যালয়ে আসেননি। তবে তারা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবদের কাছ থেকে খোঁজখবর রাখছেন। কিন্তু বর্তমানে এসব সেবা সংস্থার প্রধানরা কোথায় আছেন কিংবা কবে নাগাদ অফিসে আসবেন, এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজি হননি।
জানা গেছে, চসিকের মেয়রের অনুপস্থিতিতে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। সিডিএর কার্যক্রম চালাচ্ছেন প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস ও সচিব মিনহাজুর রহমান। চট্টগ্রাম জেলা পরিষদের কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। চট্টগ্রাম ওয়াসার কার্যক্রম চালাচ্ছেন প্রধান প্রকৌশলী মাকসুদ আলম ও সচিব শাহিদা ফাতেমা চৌধুরী।
চসিক মেয়রের অনুপস্থিতিতে চসিকের কার্যক্রম কীভাবে চলছে? জানতে চাইলে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বলেন, ‘মেয়র মহোদয় অনুপস্থিত থাকলেও প্রধান নির্বাহী কর্মকর্তা চসিকের কার্যক্রম চালাচ্ছেন। তার এখতিয়ারের মধ্যে থাকা কার্যক্রম তিনি পরিচালনা করছেন। পরিচ্ছন্নতা, শিক্ষা, স্বাস্থ্য বিভাগের কার্যক্রম তিনি সচল রেখেছেন। মেয়রের এখতিয়ারভুক্ত বিষয়গুলো উনি করতে পারছেন না। সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছি। যেভাবে নির্দেশনা আসবে, সেভাবে চসিক চলবে।’
সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ব্যক্তিগত কারণে চেয়ারম্যান অফিসে আসছেন না। প্রতিষ্ঠানের সাচিবিক বিষয়গুলো সচিব দেখছেন। তবে আমাদের রুটিন ওয়ার্কগুলো নিয়মিত চলছে। বিভিন্ন প্রজেক্টের কার্যক্রমও অব্যাহত রয়েছে।’
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।’
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. মাকুসদ আলম বলেন, ‘পানি সরবরাহ কার্যক্রম নিয়মিতভাবেই চলছে। চেয়ারম্যান মহোদয়ের পরামর্শে আমাদের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনিও আজ সকালে অফিসে এসেছেন।’