× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরের ত্রিমোহনায় নৌকাডুবিতে নববধূসহ নিখোঁজ দুই

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ০০:০৫ এএম

উদ্ধার তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রবা ফটো

উদ্ধার তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রবা ফটো

চাঁদপুরে পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর ত্রিমোহনায় নৌকাডুবিতে এক নববধূসহ দুই নারী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মাঝিসহ চারজনকে উদ্ধার করা হয়। উদ্ধার তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ নববধূ উম্মে হানিয়া ফাহিমা মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ও তার নিকটাত্মীয় সেতু চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা।

চিকিৎসাধীন মুনিয়া আক্তার জানান, পুরানবাজার এলাকা থেকে চাঁদপুর মোলহেডে আসার পথে স্রোতের কবলে পরে তাদের যাত্রীবাহী নৌকা। 

প্রত্যক্ষদশীরা জানান, নৌকাডুবির সঙ্গে সঙ্গে নববধূর স্বামী দক্ষিণ কোরিয়া প্রবাসী নাঈম, তার বন্ধু মাজহারুল, নিকটাত্মীয় মুনিয়া ও নৌকার মাঝিকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনজনই আশংকামুক্ত বলে জানান চিকিৎসক। তারা সবাই মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।   

নাঈমের বাবা জাহাঙ্গীর আলম জানান, দুই মাস আগে তার ছেলে প্রবাস থেকে এসে বিয়ে করেন। তারা ঘুরতে বেরিয়েছিল। আমার সাজানো সংসার শেষ হয়ে গেলো।

চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান মনির বলেন, ঘটনাস্থলে নৌ-ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড রয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা