রাজশাহী অফিস
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ২০:৩২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪ ২০:৪০ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা বাঘায় পদ্মা নদী দিয়ে ভারতে পাচারকালে ২ মণ ইলিশ মাছ জব্দ করেছে বিজিবির একটি টহলদল। সোমবার (১২ আগস্ট) ভোরে কিশোরপুর সীমান্ত এলাকা থেকে আলাইপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা মাছ জব্দ করে। তবে অভিযানের আগেই পাচারকারীরা পালিয়ে যায়।
পরে বিজিবি মাছগুলো বাঘার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, জব্দকৃত মাছগুলো কাস্টমস অফিসের মাধ্যমে ৮০ হাজার টাকা বিক্রি করা হয়েছে এবং অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে।