ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১২:৫৯ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১৩:৩৩ পিএম
ফেনীতে ছাত্র-জনতা ও রাজনীতিবিদদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ফাঁড়িতে প্রবেশ করেছে পুলিশ। প্রবা ফটো
ফেনীতে ছাত্র-জনতা ও রাজনীতিবিদদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ফাঁড়িতে প্রবেশ করেছে পুলিশ। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করে ফাঁড়ির কর্মকাণ্ড শুরু করা হয়।
সোমবার (১২ আগস্ট) সকালে শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে অবস্থিত ফেনী শহর পুলিশ ফাঁড়ির সামনে ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুলিশ ফাঁড়ির সামনে এসে জড়ো হন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে ২০-২৫ জনের পুলিশ সদস্য ফাঁড়িতে প্রবেশ করেন। গেটে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় ফেনী জেলা জামায়াতের আমির একেএম শামসুদ্দিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী শহর জামায়াতের আমির মো. ইলিয়াস, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ ছাত্রছাত্রী ও জনতা উপস্থিত ছিলেন।
ফাঁড়িতে প্রবেশ করে ফুলেল শুভেচ্ছার জবাবে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘পুলিশের কিছু বিপথগামী সদস্যের কারণে আজ আমরা এ ধরনের চরম একটা বিপর্যয়ের মুখে পড়েছি। ভবিষ্যতে আমরা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকব। সুন্দর একটি বাংলাদেশ গড়তে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।‘ এ সময় তিনি পুলিশের কিছু বিপথগামী সদস্যের অতীত কর্মকাণ্ডের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ফেনীর তিনটি থানা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। তবে ফেনী শহর পুলিশ ফাঁড়িতে কোনো ধরনের হামলা হয়নি। ফলে ফাঁড়িটি অক্ষত ছিল।