× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসন ও বিএনপির উদ্যোগ

মহল্লার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রূপগঞ্জে কমিটি গঠন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ২০:২০ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ২০:৪৫ পিএম

মহল্লার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রূপগঞ্জে কমিটি গঠন

দেশের বর্তমান পরিস্থতিতিতে বাসিন্দাদের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মতবিনিময় সভা হয়েছে। সভায় যার যার মহল্লায় শান্তি বজায় রাখতে আলাদা কমিটি গঠন করা হয়। সভায় উপজেলা প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতারা ছিলেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনভর উপজেলার একাধিক স্থানে মতবিনিময় সভা হয়।

প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নেতৃত্বে স্থানীয় সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একটি সভা হয়। সভায় রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য ও পরামর্শ নেওয়া হয়।

পরে গাউছিয়া মার্কেট মালিক সমিতির এক সভায় স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট মালিকদের নিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বিকালে গোলাকান্দাইলের দীপু ভুঁইয়ার নিজ বাসভবনে উপজেলার আটটি ইউনিয়ন ও দুটি পৌরসভার সংখ্যা লঘুদের ও তাদের উপাসনালয় নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়।

জেলা বিএনপির সভাপতি গোলাম ফারুক খোকন বলেন, বিএনপির কেউ কারও বাড়িতে হামলা করেনি। কোনো প্রমাণ দিতে পারলে হামলাকারী যদি কোনো পদধারী হয় তার পদ বাতিল করা হবে, তার বিচার করা হবে। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অনিয়ম করলে তাদের আটকে রেখে আইনের হাতে তুলে দিন। আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, রূপগঞ্জকে শান্তিপ্রিয় ও আদর্শ নগর গড়া হবে। এখানে অন্যায়, জুলুম হতে দেওয়া হবে না। 

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিরাপদে চাঁদাবাজমুক্তভাবে ব্যবসা করুন। কমিটি গঠন করে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলুন।

সংখ্যা লঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা সব ধর্মের লোকজন নিরাপদে সবার সহযোগীতা নিয়ে বসবাস করব।

রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় বর্তমানে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতাসহ সেনাবাহিনীর টহল রয়েছে। আজ রাত থেকে পুলিশ তাদের কাজে ফিরলে সব ধরনের নিরাপত্তা বহাল থাকবে। যারা হামলা করেছে, লুট করেছে তাদের তালিকা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা