গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১৪:৫৯ পিএম
গাজীপুর জেলা কারাগারের বন্দিরা বিদ্রোহ করেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে তারা কারাগারের ভেতর বিদ্রোহ শুরু করে। এ সময় কারারক্ষীদের ছোঁড়া রাবার বুলেটে ১৩ বন্দি ও ৩ কারারক্ষী আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারের বন্দিরা পায়। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার আসামিদের মুক্তি দিলে সেখানে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু করে। পরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। তবে ভেতরে এখন সেনাবাহিনী এসেছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার পর গুলির শব্দ পাওয়া যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কারাগার ফটকের সামনে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি। কারাগারের ভেতর ও বাইরে সেনা সদস্যরা অবস্থান করছেন। তারা উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছেন। কারারক্ষী সবাই সিভিল পোশাকে কাজ করছিলেন।
গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক মাকসুদা বলেন, কারাগারে বন্দিরা বিদ্রোহ করেছেন। এতে ১৬ জন আহত হয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।