প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ২১:২৮ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ২১:৩৩ পিএম
চাঁদপুরের সেই আলোচিত বালুখেকো চেয়ারম্যান সেলিম খানের বড় ছেলে নায়ক শান্ত খান।
চাঁদপুরের বহুল আলোচিত বালু খেকো সেলিম খান ও তার ছেলে মুজিব সিনেমার নায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর এলাকায় তাদেরকে পিটিয়ে হত্যা করা হয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
বালু খেকো সেলিম খান বহু কারণে আলোচিত ছিলেন। বিক্ষুব্ধ জনতা সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির বাড়িতেও হামলা করেছে। তারা দুজনই দুর্নীতি দমন কমিশনের মামলার আসামি।