গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ২১:০৭ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ২১:০৯ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আন্দোলনকারীরা হামলা চালিয়ে দুইটি প্রধান ফটক ও ভেতরে ভাঙচুর করে। এ সময় আনাসার সদস্যরা ব্যাপক গুলি ছুরে। গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে শতাধিক।
আহতদের সফিপুর মডার্ণ হাসপাতাল, জেনারেল হাসাপাতাল ও তানহা কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ও বাস থানায় হামলা চালিয়েছে আন্দোলনকারীরা।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার বেলায়েত হোসেনের ছেলে এলিম হোসেন, অপর এক যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে গত রবিবার দুপুরে হামলা চালালে ব্যাপক ছুররা গুলি চালায়। এতে ব্যাপক আহত হয়। সেই ঘটনার জের ধরে সোমবার বিকালে ফের আন্দোলনকারীরা আনসার ভিডিপি একাডেমিতে হামলা চালায়। হামলা চালিয়ে আনসার একাডেমির ভেতরে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলে। পরে আন্দোলনকারীরা আনসার একাডেমির অফিসে ভাঙচুর ও অগ্নিংসংযোগ করতে গেলে আনসার নির্বিচারে গুলি ছুড়ে। গুলিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক। পরে আশপাশের লোকজন হতাহতদের উদ্ধার করে সফিপুর মডার্ণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে আনসার সদস্যরা মাইক দিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে ক্ষমা চেয়ে সবাইকে একাডেমির সামনে থেকে চলে যেতে অনুরোধ করেন।
সফিপুর মডার্ণ হাসপাতালের চিকিৎসক সাদ্দাম হোসেন বলেন, ‘হাসপাতালে দুইজন মৃত অবস্থায় আনা হয়েছিল। এছাড়া আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে রবিবার ব্যাপক সংঘর্ষের পর গাজীপুর জেলার কালিয়াকৈর থানা, সদর থানা ও একটি ফাঁড়ির পুলিশ নিজেদের থানা ছেড়ে নিরাপদ জোনে চলে গেছে। গতকালের সহিংসতা চলাকালে শ্রীপুরে নিহত হয়েছে একজন। সফিপুর, কালিয়াকৈর ও শ্রীপুরে দুই শতাধিক মানুষ আহত হন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ পায়ে গুরুতর জখম হয়েছে।
গাজীপুরের ছয়দানা এলাকায় সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে আন্দোলনকারীরা। এছাড়া চান্দনা চৌরাস্তা এলাকায় মহানগর যুবলীগের আহ্বায়ক রাসেল সরকারের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। গাজীপুর শহরে আওয়ামী লীগের কার্যালয় ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান জানান, থানাতে পুলিশ সদস্যরা না থাকলেও তারা কালিয়াকৈরে দায়িত্ব পালন করছেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার আহাম্মেদ জানান, শনিবার আন্দোলনকারীরা উপজেলার বিভিন্ন কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এ সময়ে তার পায়ে ইটের আঘাতে আহত হয়েছেন। থানা অরক্ষিত হওয়ায় পুলিশ সদস্যরা অন্যত্র অবস্থান করে দায়িত্ব পালন করছেন।