ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ২০:৫২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ২১:৪৫ পিএম
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর ঝালকাঠিতে সংসদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে তিনটায় শহরের প্রাণকেন্দ্র রোনালসে রোডে এ ঘটনা ঘটে।
এ ছাড়া উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের বাসায়ও আগুন দেওয়া হয়েছে। পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।
ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুমের ধানসিঁড়ি আবাসিক হোটেলেও চালানো হয় ব্যাপক ভাঙচুর। এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ঝালকাঠিতে কোনো প্রাণহানি হয়নি। বেশকিছু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।