নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ২০:২১ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ২১:৫৮ পিএম
নড়াইলে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িতে ভাঙচুর-লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রবা ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় নড়াইলে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্তত ২৫ নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর-লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের খবর পাওয়ায় মাশরাফির বাড়ি,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সভাপতি সুভাষ বোসের বাড়ি, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ ২৫ নেতাকর্মীর বাড়ি, গাড়ি,দোকান ভাঙচুর-লুটপাট ও বাড়িতে আগুন দেওয়া হয়।
এ সময় কমপক্ষে ৩০ জনের সাধারণ মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী আহত হয়। তবে এখনও নিহতের খবর পাওয়া যায়নি। এদিকে আওয়ামী লীগ নেতা তোফায়েল সিকদারের মার্কেট ও মার্কেটের দ্বিতল ভবনে অবস্থিত সোনালী ব্যাংক রূপগঞ্জ শাখার জানালার কাচ ভাঙচুর করে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের খবরে বিকাল থেকে জামায়াত, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরে খণ্ড খণ্ড আনন্দ মিছিল বের করে।
জানা গেছে, মিছিলকারীদের একাংশ এসব ঘটনা ঘটায়। জেলা আওয়ামী লীগ অফিস, নড়াইল শহরে অবস্থিত নড়াইল-২ আসনের এমপি মাশরাফির ডুপ্লেক্স বাড়ি, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের দ্বিতল বাড়ি ও একটি গাড়ি, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর ডুপ্লেক্স বাড়ি ভাঙচুর-লুটপাট ও ২টি গাড়ি আগুনে ভস্মীভূত করা হয়। এ সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে ফোন করা হলেও তারা নিরাপত্তার কারণে আগুন নেভাতে অপারগতা প্রকাশ করে। এ ছাড়া শহরের দুটি স্থানে স্থাপন করা বঙ্গবন্ধুর ম্যুরাল, নড়াইল পৌরসভার নৌকা আকৃতির গেট ভাঙচুর, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলের বাড়ি ভাঙচুর ও আগুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম পলাশের বাড়ি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর বাড়ি, আওয়ামী লীগ নেতা মিলন খান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েস, ব্যবসায়ী বুলু খান, রূপগঞ্জ টাউন ক্লাব, পোলট্রি ব্যবসায়ী বাটুল মজুমদার, ব্যবসায়ী নিপু সরকারের বাড়ি ও দোকান ভাঙচুর ও লুটপাট করে। এ নিউজ লেখা পর্যন্ত বিভিন্ন জায়গায় ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছিল।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।