× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাড়িতে ভাঙচুর, এমপির অফিসে হামলা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ২৩:০৬ পিএম

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাড়িতে ভাঙচুর,  এমপির অফিসে হামলা

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) নগরীর ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন চশমা হিল পাহাড় এলাকায় শিক্ষামন্ত্রীর বাসায় হামলা হয়। এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় হামলা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের বাসভবনে। অন্যদিকে বিকালে মিছিল নিয়ে ফেরার পথে ওয়াসা এলাকায় চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসেও হামলা হয়। এসব হামলার তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

শিক্ষামন্ত্রীর মা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা বাড়ির প্রবেশ গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পার্কিংয়ে থাকা দুটি গাড়ি ভাঙচুর করেন। সেখানে থাকা প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী ফলক ভেঙে ফেলা হয়।  কিন্তু সিঁড়ি গেট বন্ধ থাকায় তারা ওপরে উঠতে পারেনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসিনা মহিউদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা কেন হামলা করবে? তাদের হাতে আমরা অস্ত্র নয়, কলম দিয়েছি।’ তিনি বলেন, ‘ছাত্রদের মাথায় অস্ত্র রেখে যারা সন্ত্রাসী করছে, তারাই এই হামলা করেছে।’ 

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান। তার সঙ্গে ছিলেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ সন্তোষ কুমার চাকমা। পুলিশ কর্মকর্তারা প্রথমে হাসিনা মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন। তার কাছ থেকে বিস্তারিত শোনার পর পুলিশ কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অন্যদিকে রাত সাড়ে সাতটার পর আন্দোলনকারীদের একটি দল বহদ্দারহাট এলাকায় সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের বাসায় হামলা চালিয়েছে। সেখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ। এর আগে সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসেও হামলা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা