রংপুর অফিস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৫:৩১ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১৬:২৫ পিএম
নিহত আবু সাঈদ। ফাইল ফটো
কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশবিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহতের ঘটনায় অপেশাদার আচারণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।
বরখাস্তরা হলো রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র। গত পহেলা আগস্ট তাদের বরখাস্ত করা হয়।
পুলিশ কমিশনার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনায় প্রাথমিক তদন্তে তাদের অপেশাদার আচারণ প্রমাণিত হয়েছে। যার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি আবু সাঈদের সুরতহাল, ঘটনার দিনের ভিডিও, ছবি ও পারিপার্শিক ঘটনা বিশ্লেষণ করে দেখছে। এতে আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৬ জুলাই কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ একাই পুলিশের কাছাকাছি এসে বুক পেতে দেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। আবু সাঈদের মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তৈরি করে।