× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে সাগর মোহনায় ট্রলারডুবি, ৮ জেলে নিখোঁজ

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৫:০৫ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১৫:০৬ পিএম

পটুয়াখালীতে সাগর মোহনায় ট্রলারডুবি, ৮ জেলে নিখোঁজ

মাছ ধরে সাগর থেকে ফেরার পথে পটুয়াখালীতে সাগর মোহনায় জেলেদের একটি ট্রলার ডুবে গেছে। এতে পাঁচ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আরও আটজন। তাদের সন্ধানে কোস্ট গার্ড, নৌ পুলিশ, পুলিশ ও ট্রলার মালিকপক্ষ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

শনিবার (৩ আগস্ট) সকালে ডুবে যাওয়া ট্রলারের মালিক রুবেল চৌকিদার জানান, গতকাল শুক্রবার সকালে পটুয়াখালীর সোনার চর নামক স্থানে সাগর মোহনায় ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজ জেলেরা ভোলার চরফ্যাশন উজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন- চরফ্যাশন উপজেলাধীন নুরাবাদ ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির, নুরুদ্দিন, নুরাবাদ ৯ নম্বর ওয়ার্ডের শাহে আলম, আহাম্মদপুর ৮ নম্বর ওয়ার্ডের মো. মাহোদশন, আহাম্মদপুর ৯ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর, বেল্লাল, ছাদেক ও সবুজ। উদ্ধার জেলেরা হলেন- নাজিম, সুমন, মনির, শাহিন ও দুলাল।

ট্রলার মালিক রুবেল চৌকিদার বলেন, ২৬ জুলাই ১৩ জন মাঝি-মাল্লা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে শুক্রবার সকাল ৭টার দিকে ট্রলার শুকনাখালী মাছ ঘাটের উদ্দেশে রওয়ানা দেয়। ঘণ্টাখানেক পর সোনার চর এলাকায় ডেউয়ের তোড়ে ট্রলার উল্টে যায়। এসময় পাঁচজন জেলেকে উদ্ধার করে আরেকটি ট্রলারের জেলেরা। তবে বাকি আট জেলের সন্ধান পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার শুধাম চাকমা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ চলমান রয়েছে।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্ট গার্ড, নৌ পুলিশ, দক্ষিণ আইচা থানা পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা