খুলনা অফিস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৩:৫৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১৫:৪০ পিএম
নিহত পুলিশ সদস্য সুমন ঘরামী। ছবি : সংগৃহীত
খুলনায় কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কনস্টেবল সুমন ঘরামীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) রাতে লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা সাকলাইন এ মামলা করেন। মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে খুলনার গল্লামারী এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশ সদস্য সুমন ঘরামী গল্লামারী কাঁচাবাজারের পেছনের দিকে ছিলেন। সংঘর্ষের একপর্যায়ে আন্দোলনকারীরা একা পেয়ে সুমনকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুমন ঘরামীর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। তিনি স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে নগরীর বয়রায় ভাড়া থাকতেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।