নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৩:১৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১৪:২৯ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে বাস ও সিএনজির সংঘর্ষে তিন সিএনজি আরোহী নিহত হন। ছবি : ভিডিও থেকে নেওয়া
নোয়াখালীর বেগমগঞ্জে বাস ও সিএনজির সংঘর্ষে তিন সিএনজি আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিনের মা কহিনুর বেগম, সিএনজিচালক জসিম উদ্দিন ও তার মা তাহেরা বেগম।
স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমেদ সুমন বলেন, ‘কফিলের মা সেতুভাঙ্গায় বাসচাপায় নিহত হয়েছেন। এ ছাড়া সিএনজিচালক ও তার মা নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা মর্মাহত।’
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালক-হেলপার পালিয়ে গেলেও বাস জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।