রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১১:২২ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১১:২৭ এএম
বিএনপি নেতা এম এ হান্নান
ঢাকা মহানগরী দক্ষিণের শাহবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রামগঞ্জ উপজেলা বিএনপি নেতা এম এ হান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।
শুক্রবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঢাকার নিজ বাসায় স্ট্রোক করে তিনি মারা যান।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। রাজনৈতিক মামলার কারণে নিয়মিত চিকিৎসা নিতে পারেননি। শুক্রবার বিকালে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করে বাসায় ফেরেন। রাত সাড়ে ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে বসে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এম এ হান্নান শৈশব থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি শাহবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে এই নেতা থানা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, সদস্য সচিব ভিপি বাহার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিমসহ অসংখ্য নেতাকর্মী শোক প্রকাশ করেছেন।