মার্চ ফর জাস্টিস
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ২৩:১১ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ২৩:৩৭ পিএম
বরিশাল নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ । প্রবা ফটো
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, শিক্ষার্থীদের গ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে এবং গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে বুধবার (৩১ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের আটকের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও আইনজীবীদের একাংশও কর্মসূচি পালন করেছেন। এছাড়া কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকসহ বিভিন্ন শেণি-পেশার মানুষের অংশ নেওয়ার ঘটনাও ঘটেছে।
রাজধানীতে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা
রাজধানীর বেশ কয়েকটি স্থানে পুলিশি বাধার মুখে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হাইকোর্ট এলাকায় পুলিশের ধস্তাধস্তি ও কয়েকজনকে আটক করা হয়েছে। আন্দোলনকারীরা প্রায় তিন ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও হাইকোর্টের মাজার গেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কর্মসূচিতে পুলিশের লাঞ্ছনা ও আঘাতের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন মোনেমিসহ কয়েকজন। পুরান ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। আইনজীবী ও নির্যাতিত পরিবারের সদস্যদের ব্যানারে তারা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ, বিজিবিসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল করেছেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট প্রাঙ্গণে যায়। রাজধানীর আরও কয়েকটি এলাকায় খণ্ড খণ্ড মিছিলের খবর পাওয়া গেছে।
রাজধানীসহ সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদ, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবি ও ছাত্রসমাজের ৯ দফা আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় আদালত, ক্যাম্পাস ও রাজপথে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
হাইকোর্ট এলাকায় বিক্ষোভ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থী ও শিক্ষকেরা হাইকোর্ট অভিমুখে রওনা দিলে মাঝপথে কার্জন হলের সামনে তাদের আটকে দেয় পুলিশ। বাধার মুখে হাইকোর্টের দক্ষিণ পাশের সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দোয়েল চত্বর হয়ে শিশু একাডেমি পার হলে পুলিশের বাধার সম্মুখীন হন। এই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরাও ছিলেন। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের শিক্ষার্থী নাহিদ ও আরিফকে আটক করে পুলিশ। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা আটক দুই শিক্ষার্থীর মুক্তি দাবি করে স্লোগান দিতে থাকেন।
সেখানে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) আটক দুই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। পরে ঢাবির ফলিত রসায়ন বিভাগের দুই শিক্ষক অধ্যাপক কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান তাদের ছাড়িয়ে নিতে হাইকোর্ট চত্বরের দিকে এগিয়ে যান। পরে আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়।
অধ্যাপক কামরুজ্জামান বলেন, ‘আমাদের দুই শিক্ষার্থীকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে আটক করা হয়। আমরা তাদের ছাড়িয়ে আনতে গিয়েছিলাম, পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম, অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, কোষাধ্যক্ষ আবুল কালাম সরকার, সাবেক আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলামসহ অনেক শিক্ষক কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
ঢাবি শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ : বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, নিজ ক্যাম্পাসেই পুলিশের লাঞ্ছনা ও আঘাতের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন মোনেমি। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় দোয়েল চত্বর ও হাইকোর্টের মাঝামাঝি জায়গায় তাকে রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল লাঞ্ছিত করেন। ঢাবি ও বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে পুলিশ এক ছাত্রকে ধরে নিয়ে যেতে চাইলে শেহরীন আমিন মোনেমি বাধা দেন। একপর্যায়ে পুলিশ ঢাবি শিক্ষক শেহরীন আমিন মোনেমির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ফোর্স প্রয়োগের হুমকি দেন। এ সময় যে শিক্ষার্থীকে ধরা হয়েছে তাকে ছেড়ে দিতে বারবার বলার পরেও পুলিশ সদস্যরা টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এদিকে পুলিশ সদস্যদের থেকে শিক্ষার্থীকে ছাড়িয়ে আনতে তাকে আগলে রাখার চেষ্টা করেন শেহরীন আমিন। একপর্যায়ে পুলিশ সদস্যরা শেহরীন আমিন মোনেমিকে হাতে মোচড় দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় পুলিশ। এতে তিনি হাতে, হাঁটুতে ও পায়ে আঘাত পান।
এছাড়া শেহরীন আমিন মোনেমির সঙ্গে থাকা লোক প্রশাসন বিভাগের আরেক শিক্ষক অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরীও পুলিশের আক্রমণের শিকার হন। পরে সাংবাদিকদের তিনি বলেন, আমরা কি এখানে দাঁড়াতে পারব না? আমাদের মৌলিক অধিকার কি সাসপেন্ডেড? আমরা শিক্ষার্থীদের থেকে অনেক মেসেজ পাচ্ছিলাম। আমি মনে করি, আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারিনি। আমি যখন আমার শিক্ষার্থীদের জন্য দাঁড়াতে পারব না, তখন ১২০ জন শিক্ষার্থীর সামনে শ্রেণিকক্ষে আমার দাঁড়ানোর নৈতিক অধিকার নাই।
শিক্ষকদের পুলিশের লাঞ্ছনা ও হামলার ঘটনায় পরিস্থিতি পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান। তিনি বলেন, ‘আমরা বর্তমানে ঘটনা পর্যালোচনা করছি। সবকিছু না জেনে তো কিছু বলতে পারব না।’
হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ
মার্চ ফর জাস্টিস কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোট চত্বরে বিক্ষোভ করার চেষ্টা করেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল থেকে শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে বিক্ষোভ মিছিলটি হাইকোর্টের মাজারগেটে গেলে ফটকটি আটকে দেয় পুলিশ। এ সময় তাদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। বাধা সত্ত্বেও আইনজীবীরা মিছিল নিয়ে মাজারগেট অতিক্রম করার চেষ্টা করেন। গেট বন্ধ করে দেওয়ায় পরে সেখানেই অবস্থান নেন বিক্ষোভকারী আইনজীবীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ। বিক্ষোভে দুই শতাধিক আইনজীবী অংশ নেন।
ঢাকার সিএমএম কোর্ট এলাকায় বিক্ষোভ
মার্চ ফর জাস্টিস কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকার নিম্ন আদালতের আইনজীবীরাও। আইনজীবী ও নির্যাতিত পরিবারের সদস্যদের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। বুধবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকার নিম্ন আদালতে এ বিক্ষোভ করেন আইনজীবীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শতাধিক আইনজীবী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানান। এ সময় তারা সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু হয়ে কোর্ট হাউস স্ট্রিট হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে থেকে পুনরায় ঢাকা আইনজীবী সমিতিতে গিয়ে শেষ হয়।
খুলনায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল-লাঠির্চাজে আহত ৩০, আটক অর্ধশতাধিক
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের রাজপথে অবস্থান ও বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা নগরীর সাতরাস্তা মোড়ে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষ শুরু হয়। পরে এ সংঘর্ষ ময়লাপোতা মোড়, রয়েল মোড়, শান্তিধাম, মডার্ন ফার্নিচার মোড়, মৌলভিপাড়া ও পিটিআই মোড়ে ছড়িয়ে পড়ে।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা ধাওয়া ও সংঘর্ষে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিয়ার শেল ছোড়ে ও লাঠির্চাজ করে। এ সময় শির্ক্ষাথীদের ছত্রভঙ্গ করতে বিজিবিও পুলিশের সঙ্গে যোগ দেয়। এতে ৩০ শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। সংঘর্ষের পর নগরীর বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ঘটনার পর নগরীর রয়েল মোড়, সাতরাস্তা ও ময়লাপোতা মোড় এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাতরাস্তা মোড় ও পুরাতন সন্ধ্যাবাজার এলাকায় জড়ো হয়ে মিছিলের চেষ্টা করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় আন্দোলনকারীরা দুটি প্রাইভেট কার, একটি বাস ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে পুলিশ। পরে ময়লাপোতা মোড়ের দিক থেকে একদল আন্দোলনকারী লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। পরে সেখান থেকে পুলিশ ১৫-১৬ জনকে আটক করে।
বরিশালে পুলিশের লাঠিচার্জে আহত অর্ধশতাধিক, দুই ছাত্রীসহ আটক ১২
বরিশাল নগরীতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পর দুই ছাত্রীসহ ১২ জনকে হেফাজতে নিয়েছে।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। নারী শিক্ষার্থীদের আহত করেছে। আমি জানতে পেরেছি, অর্ধশত শিক্ষার্থীকে আহত করেছে। অন্তত ১০/১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যেভাবে গ্রেপ্তার চালিয়েছে, সেটাও ন্যক্কারজনক।
অবিলম্বে শিক্ষার্থীদের মুক্তি দাবী করে ডা. মনীষা পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন।
শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে আসা শিক্ষক বিপ্লব দাস বলেন, শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ডেকেছিল। সবাই আমার ছাত্র। সেই কারণে আমি এসে ছাত্রদের পাশে দাঁড়িয়েছি।
শিক্ষক বিপ্লব বলেন, শিক্ষার্থীরা সদর রোড থেকে আদালতের সামনে এসেছে। তখন এসে পুলিশ তাদের লাঠিপেটা করেছে। শিক্ষার্থীরা কোনো ধরনের গোলোযোগ না করে এখানে এসে দাঁড়িয়েছে। পুলিশের অজুহাত ছিল ওরা রাস্তায় আটকে ছিল।
কিন্তু শিক্ষক বিপ্লবের দাবি সকাল থেকে পুলিশ সড়ক আটকে দিয়েছে। সেই নিরীহ ছাত্রদের ওপর পুলিশ ইচ্ছামতো লাঠিপেটা করেছে। কোনো ছাত্র এখানে উচ্ছৃঙ্খল ছিল না। তারা রাষ্ট্রবিরোধী কিংবা কোনো ধরনের সংঘাতে ছিল না। তারা নিজেদের দাবি-দাওয়া সম্পর্কে স্লোগান দিচ্ছিল। সেই ছাত্রদের পুলিশরা লাঠিপেটা করেছে। আনুমানিক শতাধিক ছাত্র আহত হয়েছে। ১০-১২ জন ছাত্র-ছাত্রীকে তারা আটক করেছে।
ঘটনাস্থলে থাকা বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত বলেন, বিরোধী ছাত্রসংগঠনের কিছু নেতা রাস্তা অবরোধ করেছিল। কোর্ট অবরোধ করেছিল। তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে, ইটপাটকেল নিক্ষেপ করে, গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে তাদের উঠিয়ে দিয়েছি। বেশ কয়েকজনকে আটক করেছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।
চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙে আদালতে শিক্ষার্থীরা, আটক ৩
চট্টগ্রামে পুলিশের বাধা উপেক্ষা করে দিনভর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দিনের বিভিন্ন সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা আদালত চত্বরে খোলা আকাশের নিচ থেকে সরেননি। আদালত প্রাঙ্গণে তারা ন্যায়বিচার ও বন্দি শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের বাধা দিলেও বিএনপি সমর্থক আইনজীবীরা শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসেন।
বুধবার সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে জহুর হকার্স মার্কেটের সামনে আসতে থাকেন। শুরুতে আদালত ভবনের সামনে থেকে ছয় ছাত্রীকে আটক করে পুলিশ। এ সময় অন্য শিক্ষার্থীরা তাদের মধ্য থেকে তিনজনকে ছাড়িয়ে নিলেও বাকি তিনজনকে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।
চবিতে শিক্ষকদের মানববন্ধন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের হত্যা, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষকদের একাংশ। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্যের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষক অংশ নেন।
রাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি, ৩ শিক্ষার্থী আটক
শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করা ও হয়রানি না করাসহ ১০ দফা দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। বুধবার সকালে ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানান তিন শতাধিক শিক্ষক। এ সময় জানানো হয়, একই দাবিতে রবিবার আবারও কর্মসূচি পালন করবেন তারা।
এদিকে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়ার সময় দুই শিক্ষার্থী এবং শহর থেকে ডিবি পরিচয়ে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
রাজশাহীতে মেসে মেসে পুলিশের তল্লাশি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পার্শ্ববর্তী এলাকার মেসগুলোতে পুলিশের তল্লাশি ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ফলে ওইসব এলাকায় অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কিত সময় পার করছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মন্ডলের মোড় এলাকায় এমনই এক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭ জুলাই দুপুরের মধ্যে মেস খালির নির্দেশনা দেয় রাজশাহী মহানগর মেস মালিক সমিতি।
পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার ২৪ : রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় ঝটিকা মিছিল থেকে রাজপাড়া থানার ওসির গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর কোর্টের সামনে টহল গাড়ি নিয়ে অবস্থান করছিলেন রাজপাড়া থানার ওসিসহ পুলিশ সদস্যরা। ঘটনার পর ওই এলাকা দিয়ে কয়েকজন যুবক পুলিশ দেখে পালাতে গেলে তাদের আটক করা হয়। এছাড়া নাশকতার ঘটনায় বুধবার মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে এ কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়ক, নতুন প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বুটেক্স শিক্ষকদের একাংশের মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ
মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্সের) শিক্ষকদের একাংশ। বুধবার দুপুরে শিক্ষকরা মুখে লাল কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমাবেত হন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের চারদিকে প্রদক্ষিণ করেন।
গাজীপুরে বাধা উপেক্ষা করে বিক্ষোভ, আটক ৭
কয়েক দফা পুলিশের বাধা উপেক্ষা করে গাজীপুর শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। পরে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে ছাত্ররা অভিযোগ করেছে। তবে সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া নাশকতার মামলায় বুধবার ২৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
সিলেটে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ
সিলেটে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) এলাকা থেকে কয়েকশ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টের দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কর্মসূচি পালন করেন তার।
ঠাকুরগাঁওয়ে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
ঠাকুরগাঁওয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ঠাকুরগাঁও আদালত চত্বরের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে একাধিক শিক্ষার্থীকে আহত করেছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের বিক্ষোভে অংশগ্রহণ করেছে অভিভাবক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় শিক্ষার্থীদের পানি ও বিস্কুট দিতে দেখা গেছে। এছাড়া শিক্ষার্থীরা রাজপথে নামাজ আদায় করেছে।
যশোরে পুলিশের লাঠিচার্জে আহত ১১, আটক ৩
যশোরে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। বুধবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনের রাস্তায় কর্মসূচি পালনের সময়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অন্তত ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ ৬ শিক্ষার্থীকে আটক করেছে।
দিনাজপুরে আন্দোলনে অংশ নেওয়া ১৩ শিক্ষার্থী আটক
দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ১৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে দিনাজপুর বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে তাদের আটক করে ডিবি এবং কোতোয়ালি থানা-পুলিশ।
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর সরকারি কলেজসহ কয়েকটি কলেজের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হলে ১৩ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
কুষ্টিয়ায় মোড়ে মোড়ে তল্লাশি, আটক ১৬
কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পূর্বঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করতে পারেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোড়ে মোড়ে তল্লাশিতে সন্দেহজনক অন্তত ১৬ জনকে আটক করে থানায় নেয় পুলিশ। তাদের অধিকাংশই ছাত্র।
বাকৃবিতে শিক্ষকদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন
শিক্ষার্থী হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তার বন্ধ, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এবং অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষকদের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন বাকৃবির শিক্ষকরা। বুধবার দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে একত্রিত হন। পরে র্যালি বের করেন। র্যালিটি শেষ হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে। পরে সেখানে ন্যায়বিচার, শিক্ষার অনুকূল পরিবেশ এবং নিহতদের জন্যে দোয়া করা হয়।
নরসিংদীতে বিক্ষোভে পুলিশের বাধা
নরসিংদীতে বুধবার দুপুরে পৌর শহরের উপজেলা মোড় এলাকায় বিক্ষোভ করে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। এ সমসয় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে দেখা যায় নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শিরিন সুলতানাকে। বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছতে না পেরে উপজেলা মোড়েই দুপুর পর্যন্ত বিক্ষোভ করে ফিরে যায় তারা।
বগুড়ায় শিক্ষার্থীদের সমাবেশে অভিভাবকরা
বগুড়ায় শিক্ষার্থীরা বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন। এ সময় অনেক শিক্ষার্থীর সঙ্গে তাদের বিপুল সংখ্যক অভিভাবকরাও অংশ নিয়েছেন। তারা মিছিল নিয়ে আদালতের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর প্রথমে আদালতের অদূরে এবং পরে কারাগারের সীমানা প্রাচীরের সামনে তারা অবস্থান নিয়ে সমাবেশ করে।
চাঁদপুরে চোখে-মুখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ
মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উত্তর পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
লক্ষ্মীপুরে আইনজীবীদের মধ্যে হট্টগোল
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনসমর্থিত আইনজীবীদের কর্মসূচি প্রতিপক্ষের বাধায় পণ্ড হয়ে গেছে। এতে আওয়ামীপন্থি ও আন্দোলন সমর্থনকারী আইনজীবীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নামে ‘দেশজুড়ে জামায়াত-বিএনপির নৈরাজ্যের’ বিরুদ্ধে বুধবার দুপুরে শহরের বাগবাড়ী এলাকায় প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ।
এছাড়া লক্ষ্মীপুরের রামগঞ্জে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়েছে।
মাগুরায় বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা
কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে মাগুরায় শোক মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় মিছিল বের করতে পারেনি বাম গণতান্ত্রিক জোট। প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে সমবেত হতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যানার কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
কিশোরগঞ্জে আদালতে বৈষম্যবিরোধী ছাত্র শিক্ষার্থীদের অবস্থান
কিশোরগঞ্জে আদালতের সামনে সীমিত পরিসরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বুধবার দুপুরে কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান কর্মসূচি করার চেষ্টা করে। তবে পুলিশ বাধা দিলে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।
টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান
টাঙ্গাইলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি দেন।
ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ময়মনসিংহে বৈষষ্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্টে জড়ো হন। বিক্ষোভ চলাকালীন ছাত্রলীগের একটি মিছিল সেখানে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিয়ে ফিরিয়ে দেয়। এ সময় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দেয়।
বাধা ছাড়াই নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
পুলিশের বাধা ছাড়াই নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে জেলা শহরের মাইজদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় যোগ দেন বিএনপিপন্থি আইনজীবীরা।
রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হয়নি কর্মসূচি
রংপুরে কর্মসূচি নিয়ে ব্যাপক তৎপরতা দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি শুরুর কথা ছিল। সকাল থেকে জিলা স্কুল মোড়ে ব্যাপক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন মোতায়েন করা হয়। সড়কগুলোর মুখেও চেকপোস্ট বসানোর কারণে জিলা স্কুল মোড়ে কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি।
শিক্ষার্থীদের গ্রেপ্তার-হয়রানি নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্বেগ
সম্প্রতি সারা দেশে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের হত্যা, নির্বিচারে গ্রেপ্তার এবং ছাত্র ও সাধারণ মানুষকে হয়রানির ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকরা। বুধবার বিভাগীয় প্রধান রায়হানা আক্তার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিবেদকরা)