কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ২২:৪৯ পিএম
প্রতীকী ছবি
প্রতারণার মামলায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে সাবেক পুলিশ পরিদর্শক (ওসি) আবদুর রবকে। ভায়রা ভাই নজরুল ইসলামের করা মামলায় তিনি কারাগারে যান।
বুধবার (৩১ জুলাই) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে সাবেক ওসি আবদুর রবের জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত তা নামঞ্জুর করেন।
আবদুর রব মৌলভীবাজার থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও গ্রামে। তিনি বর্তমানে ওই উপজেলা সদরের তুজারভাঙ্গা গ্রামে বসবাস করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজালাল মজুমদার জানান, আবদুর রব একটি জমি ৬ লাখ ১২ হাজার টাকায় তার ভায়রা ভাই নজরুল ইসলামের কাছে বিক্রি করেন। কিন্তু জমির দলিল না দিয়ে তিনি হজ পালনে যান। দেশে ফেরার পর দলিল রেজিস্ট্রি করে না দিলে এ নিয়ে প্রথমে দাউদকান্দি থানায় অভিযোগ করেন নজরুল ইসলাম। থানায় গিয়ে লিখিতভাবে ঘটনার সত্যতা স্বীকার করেন আবদুর রব। এরপরও তিনি জমির দলিল করে না দিলে প্রতারণার অভিযোগে আবদুর রব, তার স্ত্রী ও তার পুত্র আক্তারুজ্জামানের বিরুদ্ধে আদালতে মামলা করেন নজরুল ইসলাম।