হোমনা (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ২১:৩৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ২২:৫৭ পিএম
আব্দুল হক সরকারকে সভাপতি ও জসিম উদ্দিন লিটনকে সাধারণ সম্পাদক করে কুমিল্লার হোমনা প্রেস ক্লাবের কার্যকরী কমিটি (২০২৪-২৬) গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সদস্যদের উপস্থিতিতে প্রেস ক্লাবের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। গত রবিবার এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আবুল কাশেম ভূইয়া, সেলিম সরকার, আইয়ুব আলী ও আব্দুস সালাম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও তপন মিয়া সরকার, সাংগঠনিক সম্পাদক কবি দেলোয়ার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আল আমিন শাহেদ, অর্থ সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারিক, ক্রীড়াবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমীন জুয়েল, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আলাউদ্দিন মিয়া মহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া আফরিন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রাসেল আহম্মেদ, আইনবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আনোয়ার আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক কবির হোসেন।
কার্যনির্বাহী সদস্য- সাংবাদিক রোস্তম আলী, কবি আহম্মদ উল্লাহ, নাছির উদ্দিন, বাহারুল ইসলাম, শরীফ সরকার, মো. হাসান, ওমর ফারুক, কাউসার আহমেদ, হাফিজুল ইসলাম, কাউসার আহাম্মদ ও মো. আলাউদ্দিন।