‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৬:১১ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৭:৫৬ পিএম
দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে ১৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ ও ডিবি। এ সময় কয়েকজন নারী শিক্ষার্থীকে লাঠিপেটা করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালনের সময় তাদের আটক করা হয়।
জানা যায়, শিক্ষার্থীদের আজ দুপুরে পূর্বঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি অনুযায়ী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুর সরকারি কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০/৬০ জন শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে তারা কর্মসূচি পালন করছিলেন। এ সময় সেখানে মোতায়েন থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে ১৩ জনকে আটক করে।
প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন বলেন, পুলিশ অমানবিকভাবে শিক্ষার্থীদের আটক করল। এদেশে কথা বলা বা অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, তার প্রমাণ আজকের ঘটনা। সাধারণ শিক্ষার্থীরা সুশৃঙ্খলার সঙ্গে শহীদ মিনারের সামনে সমবেত হয়েছে। কিন্তু তারা দাঁড়াতে না দাঁড়াতে পুলিশ, ডিবি পুলিশ ঘেরাও করে ধরে নিয়ে গেল। মানুষের কি কোনো অধিকার নেই এদেশে? কয়েকজন নারী শিক্ষার্থীকে ধাওয়া করে ধরে বেশ পিটুনি দিয়েছে।
১৩ শিক্ষার্থীকে আটকের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।