মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২১:৫৭ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়ায় পিতার হত্যা মামলা তুলে না নেওয়ায় বাদী পুত্রকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৭ জুলাই) বিকালে থানায় অভিযোগ করেছেন বাদী রিপন মিয়া। তিনি আহত হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার তিল্লীর চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সাটুরিয়ার তিল্লীর চর গ্রামের আব্দুল খালেকের বাড়িতে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার সাবেক মেম্বার আব্দুল লতিফ, আবুল বাশার বাদশা, এরশাদসহ ১১-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আব্দুল খালেক মানিকগঞ্জ সদর হাসপাতালে চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আব্দুল খালেকের ছোট ছেলে মারুফ হাসান সবুজ আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় আব্দুল খালেকের বড় ছেলে রিপন মিয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন। মামলায় সাবেক মেম্বার আব্দুল লতিফ জেলহাজতে থাকলেও অন্যরা জামিনে রয়েছে। তারা মামলা তুলে নেওয়ার জন্য রিপন মিয়াকে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকে। গত বৃহস্পতিবার সকালে রিপন মিয়া ফসলের ক্ষেতে কাজ করতে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা এরশাদ, আবুল বাশার বাদশা, টিও হোসেনসহ সাত-আটজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
সাটুরিয়া থানার ওসি মো. মাহবুব হোসেন বলেন, ‘হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’