রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২১:৫৩ পিএম
বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন। প্রবা ফটো
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগাক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়।
রুহুল আমিনের ছোট ভাই দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও ভাগিনা ফিরোজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও উপজেলা পরিষদের দুইবারের সাবেক ভাইস চেয়ারম্যান, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।
তার মৃত্যুতে রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক কাউছার গভীর শোকপ্রকাশ করেছেন।