কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২০:১৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ২০:৫৯ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রবাসীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২৬ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকের কথা জানিয়েছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
ভুক্তভোগীর নাম মোস্তাকার হোসেন উকিল। তিনি ওমান প্রবাসী। বাবার নাম আবদুল বাছির।
তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ৩০ বছর ধরে মায়ের মৌরশী ও বাবার খরিদা জমিতে বাড়ি করে বসবাস করছেন তারা। মোস্তাকার হোসেন উকিল ওমান থেকে সম্প্রতি দেশে ফিরেন। গত ৯ জুলাই বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন তিনি। কাজ চলাকালে পার্শ্ববর্তী বাড়ির রাজু আহমদ পারভীন লোকজন নিয়ে নির্মাণকাজে বাধা দেন। মোস্তাকার কারণ জানতে চাইলে জমি নিজেদের বলে দাবি করেন পারভীন। এ সময় মোস্তাকারও জমির মালিকানা দাবি করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় সেদিনই মোস্তাকারের স্ত্রী কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগকারীদের দাবি, এরই মধ্যে গতকাল শুক্রবার রাত ৩টার দিকে মোস্তাকারের বাড়ির গ্যারেজে আগুন দেওয়া হয়। আগুন দেখতে পেয়ে মোস্তাকার ঘর থেকে বের হলে প্রতিপক্ষরা তাকে ধরে আগুন দেওয়া গ্যারেজের ভেতরে ফেলে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা দরজা ভেঙে দগ্ধ অবস্থায় মোস্তাকারকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসে। তবে ততক্ষণে গ্যারেজের সব পুড়ে যায়।
পরে মোস্তাকারকে কমলগঞ্জ উপজেলা হাসপাতালে ও সেখান থেকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।
কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পারভীনসহ দুজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।