শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৮:৫৪ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১৯:৩৩ পিএম
প্রতীকী ছবি
গাজীপুরের কাপাসিয়ায় গত দুই দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে একজন এবং শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রহিম দেওয়ান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো কাপাসিয়া উপজেলার ধামুয়ারচালা গ্রামের সাত্তারের ছেলে হাসিব মিয়া, সন্মানিয়া ইউনিয়নের মফিজ মিয়ার ছেলে তরিকুল ও একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে ফাহাদ।
নিহত শিশু হাসিব মিয়ার ভাই জাকির হোসেন বলেন, হাসিব তার বন্ধুদের সঙ্গে দুপুরে ধামুয়ারচালা গ্রামের বাড়ির পাশে একটি ডুবায় সাঁতার কাটতে যায়। খেলার একপর্যায়ে শিশু হাসিব ডোবা থেকে উঠে দৌড়াদৌড়ি করে পাশের কৃষিজমিতে গেলে গর্তে পড়ে যায়। সম্প্রতি ওই জমি থেকে মাটি বিক্রি করায় গর্তটি গভীর ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাসিবকে তুলে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবাসকি কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ নকিব তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, কাপাসিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রহিম দেওয়ান জানান, শুক্রবার দুপুরে কাপাসিয়ার মনোহরদী আঞ্চলিক সড়কে সন্মানিয়া ব্রিজের নিচে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৫/৭ জন বন্ধু ওই ব্রিজের নিচে গোসল করতে যায়। পানিতে গোসল করার সময় তরিকুল ও ফাহাদ পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় তাদের উদ্ধার করে।