কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৮:০৪ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১৯:৪৫ পিএম
প্রতীকী ছবি
রাঙামাটির কাপ্তাইয়ে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) কারখানার একটি পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার মরদেহটি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার বাসিন্দা আবুল কাশেম বাবুলের বলে নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, কাশেম বাবুল নামের ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তার পরিবার কাপ্তাই থানায় জানায়। পরে আমরা তার খোঁজে অভিযান চালায়। একপর্যায়ে কেপিএম মিলস অভ্যন্তরে পরিত্যক্ত ভবনে তার মরদেহ পাওয়া যায়। তবে মরদেহটি পচে গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
এদিকে কর্ণফুলী পেপার মিলস কারখানার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই আবুল কাশেম বাবুল এক সময় কেপিএম কারখানায় কোম্পানি মাস্টার রোলে মেশিনে হাউসে কর্মরত ছিলেন। কিন্তু গত ২০২৩ সালের ২৬ অক্টোবর চুরির কাজে জড়িত থাকার অপরাধে মিলস কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেছিল।