× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

রংপুর অফিস

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৭:০৪ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১৭:৩৪ পিএম

দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। প্রবা ফটো

দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। প্রবা ফটো

রংপুরের পীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

নিহতরা হলো লালমনিরহাট হাতিবান্ধার কমলসিন্দুর গ্রামের ফারুক মিয়া ও তার ছেলে ইশরাত এবং বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ি এলাকার মোনাজ্জল মাস্টারের স্ত্রী শাহজাদি বেগম।   

বড়দরগাহ হাইওয়ে থানার ইনচার্জ সোলায়মান শেখ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার বেলা সোয়া ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার বিশমাইলে ঢাকাগামী যাত্রীবাহী অপু ক্লাসিক পরিবহনের সঙ্গে রংপুরগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে বাবা ফারুক মিয়া ও তার ছেলে ইশরাত ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়া ইউনিয়নের মোনাইল এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহাজাদি নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলচালক মোনাজ্জল মাস্টার ও তার শিশুসন্তান আহত হয়েছে। 

ইনচার্জ সোলায়মান শেখ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো থানায় আনা হয়েছে। বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা