× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা

চাঁদপুর সংবাদদাতা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ২০:১৮ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২২ ২০:৫৯ পিএম

প্রস্তুত হচ্ছে ইজতেমার মাঠ। ছবি : প্রবা

প্রস্তুত হচ্ছে ইজতেমার মাঠ। ছবি : প্রবা

চাঁদপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তাবলিগ জামাতের এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ইজতেমার প্রস্তুতির চিত্র দেখা গেছে শহরের পুরান বাজারে।

সেখানে এখন থেকেই তাবলিগের লোকজন স্বেচ্ছায় মাঠ প্রস্তুতের কাজ করছেন। মাঠের সামিয়ানা টাঙানোর কাজে ব্যস্ত অনেকে। ইতোমধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। পানি সরবরাহ করা হয়েছে চাঁদপুর পৌরসভা থেকে।

আয়োজকরা জানান, করোনার কারণে গত দুই বছর শহর এলাকায় ইজমেতার আয়োজন করা সম্ভব হয়নি। ২০২১ সালে জেলার হাইমচর উপজেলার মধ্যচর এলাকায় আয়োজন হয় আঞ্চলিক ইজতেমা। সেখানেও প্রায় অর্ধলক্ষাধিক লোকের সমাগম হয়। 

মাঠ প্রস্তুতের দায়িত্বে থাকা মো. ওমর ফারুক বলেন, ‘দেশের প্রায় সব জেলাই এখন আঞ্চলিক ইজতেমা হয়। কারণ বিশ্ব ইজতেমায় অনেক লোকজনের যাওয়া সম্ভব হয় না। আবার অনেক বয়স্ক লোক সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এ কারণে আঞ্চলিক ইজতেমার আয়োজন। চাঁদপুর জেলার আয়োজনে আমাদের সব ধরনের প্রস্তুতি চলছে। তিন দিন যারা ইজতেমায় অবস্থান করবেন তাদের থাকা ও খাওয়ার জন্য সব ব্যবস্থা রয়েছে।’

আরেক দায়িত্বশীল মো. জুবায়ের বলেন, ‘মাঠ প্রস্তুতির কাজ চলছে। আশা করছি লক্ষাধিক লোক হবে। চাঁদপুর জেলা ও অন্যান্য জেলা থেকে তাবলিগের লোকজন আসবেন। স্থানীয় লোকজন খুবই আন্তরিক এবং আমাদেরকে অনেক সহযোগিতা করছেন।’ 

স্থানীয় তাবলিগ জামাতের দায়িত্বশীল মো. আসাদুল বাকী বলেন, ‘আমাদের এই তিন দিনের ইজতেমায় খুবই সুন্দর আয়োজন হচ্ছে। পরিবেশও খুবই ভালো। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা। আমরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়মিত যোগাযোগ রাখছি। দিন ও রাতে আমাদের তাবলিগের ভাইয়েরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। তার পরও প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো বিশেষ ব্যবস্থা থাকে তাহলে খুবই ভালো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা