সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ২৩:১০ পিএম
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তন ও উকিলপাড়ার রেজা ম্যানসনে পৃথক পৃথক স্থানে এই সংবাদ সম্মেলন হয়।
এর আগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অনাস্থাপত্র দেন এই ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য।
সংবাদ সম্মেলনে ১১ জন ইউপি সদস্যের পক্ষ থেকে বলা হয়, চেয়ারম্যান নিজস্ব বাহিনী দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। সকল বরাদ্দ বণ্টন না করে একাই আত্মসাৎ করছেন। বরাদ্দ চাইলে বিভিন্ন সময় ইউপি সদস্যদের লাঞ্ছিতও করেছেন। তাই বাধ্য হয়ে অনাস্থা দিয়েছেন তারা। এ সময় তাদের বিরুদ্ধে করা চেয়ারম্যানের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ইউপি সদস্যরা।
ইউপি সদস্যদের পক্ষ থেকে বক্তব্য দেন ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হাই। উপস্থিত ছিলেনÑ খুরশিদ মিয়া, মঙ্গল মিয়া, গিয়াস উদ্দিন, ফিরোজ মিয়া, তিন নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল, মুর্মেদ মিয়া, আফসান পারভেজ, মুছা. সাহেনা আক্তার, মুছা. তাঞ্জিনা বেগম ও মাজেদা আক্তার।
অপরদিকে পাল্টা সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন রেজা বলেন, ‘ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য একত্রিত হয়ে বিভিন্ন অনৈতিক সুবিধা দাবি করেন। সুবিধা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারলে নিজ থেকেই পদত্যাগ করব।’