শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ২৩:০২ পিএম
মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রাম গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নবগ্রাম গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যার সমর্থক আলাউদ্দিন মেম্বারের লোকজন অপর আওয়ামী লীগ নেতা ইউসুফ মণ্ডলের সমর্থক রফিকুল ইসলাম গ্রুপের জাহিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনার জেরে গতকাল সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের নজরুল ইসলাম, সবুর খান, মজিদ শেখ, হানিফসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুজনকে আটক করে।
শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’