কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৭:২৬ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৮:৩৬ পিএম
আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রবা ফটো
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে রাঙামাটির বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় কিছু দুর্বৃত্তও হামলায় অংশ নেয় বলে ভাষ্য শিক্ষার্থীদের।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার পর কাপ্তাই নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের ভাষ্য, আজ কাপ্তাই নতুন বাজার এলাকায় মিছিল নিয়ে বিক্ষোভে নামে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় কিছু দুর্বৃত্তও এ হামলায় যোগ দেয়। এতে অন্তত সাত শিক্ষার্থী আহত হন। এর মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহতরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী পবন চন্দ্র নাথ, সিভিল উড ডিপার্টমেন্টের দ্বিতীয় পর্বের ছাত্র আদিত্য তালুকদার, সিভিল উড ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ, ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের ষষ্ঠ পর্বের ছাত্র তাহসিন কবির রাতুল।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক রনি বলেন, আহত অবস্থায় চার শিক্ষার্থী হাসপাতালে এসেছে। এর মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। একজন শিক্ষার্থী হাসপাতালে অবস্থান করছে।
হামলার বিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিক্ষার্থীরা স্থানীয়দের ওপর প্রথমে হামলা চালায়। পরে আমরা তাদের প্রতিরোধ করি।
এদিকে এ ঘটনার পর থেকে কাপ্তাই লকগেট, নতুন বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দীন ও স্থানীয় পুলিশ।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দীন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আমি এবং কাপ্তাই উপজেলা চেয়ারম্যান সার্বক্ষণিক মনিটরিং করছি।