রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৬:২২ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৬:৪৮ পিএম
নিহত রাজীব হোসেন। ফাইল ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করে ইছাপুরা নৌফাঁড়ি পুলিশ।
পরিবার বলছে, গত রবিবার রাতে শীতলক্ষ্যায় ট্রলারে করে পিকনিক করতে গিয়ে দুর্বৃত্তদের কবলে পড়েন কয়েকজন। দুর্বৃত্তরা লুটের সময় তাদের ওপর হামলা চালায়। এ সময় রাজীব হোসেন নামে একজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেওয়া হয়। দুদিন পর আজ তারই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল প্রতিদিনের বাংলাদেশকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজীব হোসেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বরকাও এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
নিহতের ভাই আরিফ হোসেন বলেন, গত রবিবার সকালে কালীগঞ্জের বরকাও এলাকা থেকে তার ভাই রাজীবসহ প্রায় ৩০ জনের বন্ধুমহল পূর্বাচলের দিকে ঘুরতে যান। পরে তারৈল এলাকা থেকে একটি পিকনিকের ট্রলার ভাড়া নেন তারা। রাত ৯টার দিকে ২০/২৫ জনের স্থানীয় একদল সন্ত্রাসী ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে লুটের উদ্দেশ্যে ওই ট্রলারে উঠে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ট্রলারে থাকা সবার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলায় বাদল মিয়া, জাহাঙ্গীর হোসেন, রাব্বী মিয়া, আলামিন, রেজাউল, শ্যামল মিয়াসহ অন্তত ১০ পিকনিক যাত্রী আহত হন। এ সময় রাজীব হোসেনকে হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেয়।
পরদিন ডুবুরি দল খোঁজাখুঁজি করেও রাজীবের মরদেহ পায়নি। পরে এ ঘটনায় তার বোন মাহমুদা আক্তার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মাহমুদা আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনার পর দিন আমরা হামলার ঘটনা জানতে পারি। পরে নদীতে খোঁজাখুঁজি করে ভাইয়ের লাশ না পেয়ে রূপগঞ্জ থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি করি।’
ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।