বগুড়া অফিস
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ০৯:১৬ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১০:৫৯ এএম
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং হামলার ঘটনায় এবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছে।
সোমবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কলেজ চত্বরে এ বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এ কর্মসূচি ঘণ্টাব্যাপী চলে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হয়নি। তবে আজ মঙ্গলবার তারা আবার কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে।