× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, এবার পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ২২:৪৫ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান। ফাইল ফটো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান। ফাইল ফটো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমানের ছবি-ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়ে তার সম্মানহানি করা হয়েছে। ভিডিওতে প্রতিমন্ত্রীর সঙ্গে অন্যের ছবি সংযুক্তসহ তার মুখমন্ডল ও কথোপকথন ব্যবহার করা হয়। এ ঘটনায় পটুয়াখালীর কলাপাড়ায় ৮ জনকে আসামি করে পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সকালে মহিপুর থানা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম ফরাজী কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা করেন। 

মামলায় মো. আরফি বিল্লাহ নাসিম, মো. রনি হোসনে রকি, আসাদুজ্জামান কবির মল্লিক, মহাসিন উদ্দীন হিমন, সায়দে কায়সার সজীব সহ ৮ জনকে আসামি করা হয়েছে। 

কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত বাদীর অভিযোগ, কাগজপত্র, ভিডিও পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে ওসি মহিপুরকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। 

বাদী পক্ষের আইনজীবী মো. গোফরান বিশ্বাস পলাশ ও আদালতের বেঞ্চ সহকারী মো. কাইউম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ত্রাণ প্রতমিন্ত্রীর সঙ্গে অজ্ঞাতনামা এক ব্যক্তির ম্যাসেঞ্জারে কথোপকথন এডিট করে তার সম্মানহানী করার জন্য একটি পর্নো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে আসামিরা। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও পরিচয় বিনা অনুমতিতে ব্যবহার করে তাকে সামাজকিভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এতে লাইক, কমেন্টস, শেয়ার করে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় আসামিরা। বিষয়টি বাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সরকাররে বিভিন্ন মহলের দৃষ্টি গোচর হওয়ায় সকলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এতে সংক্ষুব্দ হয়ে বাদী আসামীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। 

এর আগে প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্টের ঘটনায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ সহ তিন জনের নামে সাইবার নিরাপত্তা আইনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো. মহিবুল্লাহ বাদী হয়ে ১০ জুলাই বরিশাল সাইবার ট্রাইবুনালে একটি মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা