মুন্সিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ২২:৩৬ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ২২:৫৩ পিএম
আসামিদের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো
মুন্সিগঞ্জের পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান এইচ এম সুমন হালদার হত্যা মামলার আসামিদের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে ততক্ষণে দুটি ঘর পুড়ে যায়। আসামিদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
জনতার দেওয়া আগুনে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান এইচ এম সুমন হালদার হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান ও তৃণমূল বিএনপি নেতা জাহানুর রহমান সওদাগারের বাড়ি পুড়েছে। আর ভাঙচুর করা হয় আসামি নুর মোহাম্মদ, নুর আহম্মেদ ও নুর হোসেনের বাড়ি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সুমন হত্যা মামলার আসামিদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান হত্যার বিচারের দাবিতে রবিাবর দুপুর ১১টার দিকে পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপরই আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে । অপরদিকে, নিহতের বাড়িতে এখনও স্বজন হারানোর বেদনা।
নিহত সুমন হালদারের স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হত্যার ৮ দিন পার হয়ে গেলেও মূল হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘মূল আসামিকে গ্রেপ্তারের সব চেষ্টা চলছে। ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন বলেন, ‘আইন হাতে তুলে না নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতাই কাম্য।
গত ৭ জুলাই ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের ফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর লোকজন ইউপি চেয়ারম্যান এইচ এম সুমন হালদারকে গুলি করে হত্যা করে।