খুলনা শিপইয়ার্ড
খুলনা অফিস
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ২২:২২ পিএম
খুলনা শিপইয়ার্ডের টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক শওকত ইমরানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৪ জুলাই) দুপুরে দুদকের খুলনা সমন্বিত জেলা অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় অন্য অভিযুক্তরা হলেন- শিপইয়ার্ডের এমভি সৃজনী লঞ্চ বিক্রয়ের দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সাবেক কমান্ডার ও জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) মোহাম্মদ মতিউর রহমান, সাবেক কমান্ডার ও ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) এ. এম রানা, সাবেক ক্যাপ্টেন ও শিপইয়ার্ডের জিএম (প্রোডাকশন) আনিছুর রহমান মোল্লা এবং মেসার্স এস.বি কনস্ট্রাকশনের সাইদুজ্জামান সাইদ।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে শিপইয়ার্ডের নীতিমালা লঙ্ঘন ও নিয়ম বহির্ভূতভাবে, প্রতারণা, কারচুপি ও যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এমভি সৃজনী নামে একটি লঞ্চের দাখিলকৃত সর্বোচ্চ দর ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি না করে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে। তাদের বিরুদ্ধে ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী মাহমুদুল হাসান শুভ্র জানান, দুদকের অনুসন্ধান প্রতিবেদন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে অনিয়ম ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।