বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ২২:১১ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ২২:২৮ পিএম
রবিবার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার সৈকত শাহীন। প্রবা ফটো
বান্দরবানের রোয়াংছড়ি আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধবিহারের বৌদ্ধ ভিক্ষু ড. এফ দীপঙ্কর মহাথের ভান্তের মৃত্যু নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছেন বান্দরবান পুলিশ সুপার।
রবিবার (১৪ জুলাই) বিকাল ৫টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পুলিশ সুপার সৈকত শাহীন।
তিনি বলেন, গত শনিবার দেড়টায় রোয়াংছড়ির আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধবিহারের কুটির থেকে ঝুলন্ত অবস্থায় ভান্তে ড. এফ দীপঙ্কর মহাথের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের আগে কুটিরটির ভেতর থেকে বন্ধ ছিল এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুতকালীন ভান্তের শরীরে কোনো প্রাকর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এতে প্রাথমিকভাবে তিনি ইচ্ছাকৃত আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ভান্তের মৃত্যু বিভিন্ন জনে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি অপচেষ্টা করছে। গত শনিবার আড়াইশ থেকে তিনশ লোক রাত ৮টার দিকে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে জমায়েত হয়ে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
পুলিশ সুপার বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সবাইকে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এ ছাড়া ভান্তের এ মৃত্যু নিয়ে তার পরিবার কিংবা বিহার কমিটির পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। ময়নাতদন্তের রিপোর্ট এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।