× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে বন্যার্তদের র‌্যাব মহাপরিচালকের ত্রাণ সহায়তা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ২১:২৮ পিএম

কুড়িগ্রামে বন্যার্তদের র‌্যাব মহাপরিচালকের ত্রাণ সহায়তা

কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ। এ সময় স্থানীয়দের প্রাথমিক স্বাস্থ্যসেবাও দেওয়া হয়। রবিবার (১৪ জুলাই) সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে সহস্রাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এ ত্রাণ দেওয়া হয়। সংকটকালে ত্রাণ ও স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরবাসীরা।

প্রায় দুই সপ্তাহ ধরে বন্যাকবলিত থাকায় খাদ্য সংকটে পড়েছে জেলার ৯ উপজেলার দুই লক্ষাধিক মানুষ। এ অবস্থায় বন্যাকবলিতদের মধ্যে সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও সবার ভাগ্যে তা জুটছে না। এ পরিস্থিতিতে ত্রাণ সহায়তা নিয়ে চরাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হন র‌্যাব মহাপরিচালক। 

সরেজমিনে দেখা যায়, বন্যার পানি নেমে যাওয়া ব্রহ্মপুত্র নদের পাড়ে অসহায় বন্যাদুর্গতদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দিচ্ছেন র‌্যাব মহাপরিচালসহ অন্যারা। ত্রাণের প্যাকেট মাথায় নিয়ে পানি মাড়িয়ে বাড়ি ফিরছে বন্যার্তরা।

চর যাত্রাপুরের বাসিন্দা মেহেরা বেগম জানান, ১৫ দিন ধরে বানের পানিতে বন্দি হয়ে আছেন। কোনো কাজ নেই। খাবারও প্রায় শেষ। কোনো সহযোগিতাও মেলেনি। ত্রাণের প্যাকেট পেয়ে অনেক উপকার হয়েছে তার।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘ইউনিয়নের ১২ হাজার পরিবার বন্যাকবলিত। তাদের মধ্যে মাত্র দেড় হাজার পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হয়েছে, তা বন্যার্তদের উপকারে আসবে।’

ত্রাণ বিতরণের পর র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, ‘র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ অন্য আসামিদের গ্রেপ্তার করে জনগণের মাঝে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র‌্যাব সর্বদা আন্তরিক।’

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ অন্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা