× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকা ফাইনাল

আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে বগুড়ায় আনন্দ র‍্যালি

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ২০:২৬ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ২০:৫৭ পিএম

আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে বগুড়ায় আনন্দ র‍্যালি

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার জয়ের শুভ কামনা জানিয়ে বগুড়ায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের আলফুন্নেছা খেলার মাঠ থেকে এ র‍্যালি বের করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল সাপোর্টাস বগুড়া। র‍্যালিটি শহরের সাতমাথা হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

র‍্যালিতে সবার কণ্ঠে ছিল আর্জেন্টিনা আর মেসির স্লোগান। ব্যান্ড পার্টি, বাঁশি বাজিয়ে ও গায়ে আর্জেন্টিনার জার্সি পরে সবাই র‌্যালিতে উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা প্রদর্শন করা হয়।

আর্জেন্টিনার সমর্থক সজল শেখ বলেন, ‘আমাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে আনন্দ র‍্যালিতে এসেছি। আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা চাইব, এবারের কোপা আমেরিকাতেও মেসির হাত ধরে কাপ আসবে।’ 

 র‍্যালিতে অংশ নেওয়া  আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, ‘মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপের মতো কোপা আমেরিকাতেও উড়ছে। এবারও মেসি আমাদের চমক দেখাবে।’

বগুড়া আর্জেন্টিনা সাপোর্টাস গ্রুপের সভাপতি মাহবুব আলম জিয়ন বলেন, ‘আর্জেন্টিনা সব সময় শৈল্পিক ফুটবল খেলে। এজন্যই এ দলের দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে। আমরা চাই কোপা আমেরিকাও এবার আর্জেন্টিনা জিতুক। আর্জেন্টিনা জিতলে আমরা বড় ধরনের আনন্দের কর্মসূচি ঘোষণা করব।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা