খুলনা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৯:৩২ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৯:৫৬ পিএম
রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর খালিশপুর ট্যাংকলরি রাস্তার পাশে দাঁড় করিয়ে এ কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। প্রবা ফটো
খুলনা বিভাগীয় জ্বালানি পরিবহন ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ২ সদস্যের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। এতে খুলনার তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।
রবিবার (১৪ জুলাই) বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে সকাল থেকে সন্ধ্যা র্পযন্ত নগরীর খালিশপুরে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় শ্রমিকরা ট্যাংকলরি সড়কে পার্কিং করে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. এনাম মুন্সি। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলী আজিম, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজু, পদ্মা, মেঘনা ও যমুনা সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম কালু প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে শ্রমিক ইউনিয়নের দুই সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এ মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হলে ১৭ জুলাই থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করা হবে।