× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

দুই শিক্ষক পেল নুনেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৯:৩১ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ২০:০৫ পিএম

নুনেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রবা ফটো

নুনেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ‘খেলা পরিচালনায় প্রধান শিক্ষক, ক্লাস নেন নৈশপ্রহরী’ শিরোনামে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর ওই বিদ্যালয়ে মৌখিকভাবে দুজন সহকারী শিক্ষককে সংযুক্তিতে দেওয়া হয়েছে।

দুই শিক্ষক হলেন, ভটেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম মোল্লা ও চৌড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসমা আক্তার।

এর মধ্যে রবিবার (১৪ জুলাই) থেকে ওই বিদ্যালয়ে পাঠদান করছেন শিক্ষক নজরুল ইসলাম মোল্লা। এ ছাড়া দুয়েক দিনের মধ্যে আরও একজন সহকারী শিক্ষক যুক্ত হবেন বলে জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলামিন বলেন, রবিবার থেকে একজন শিক্ষক সংযুক্ত হয়ে পাঠদান করাচ্ছেন। দুয়েক দিনের মধ্যে আরও একজন সহকারী শিক্ষক যুক্ত হবেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান বলেন, আমরা এখন দুজনকে মৌখিকভাবে সংযুক্তিতে দিয়েছি। খুব দ্রুত ওই বিদ্যালয়ে স্থায়ীভাবে সহকারী শিক্ষক দেওয়া হবে।

উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চলে ৩৫ নম্বর নুনেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭০ সালে স্থাপিত হয়। আর ২০০৬ সালে একটি ভবন পায়।

বিদ্যালয়টি চরাঞ্চলে হওয়ায় এমনিতেই শিক্ষার হার কম। আর শিক্ষকরা চরাঞ্চলে যাতায়ত সুবিধা না থাকায় ওই বিদ্যালয়ে যেতে চান না। বিদ্যালয়টিতে ৭ জন শিক্ষকের পদ থাকলেও সেখানে নিয়োগকৃত শিক্ষক রয়েছেন মাত্র তিনজন। এদের দুজনই রয়েছেন প্রশিক্ষণে। এ ছাড়া প্রধান শিক্ষককে গত ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত বঙ্গমাতা ফুটবল খেলায় সংযুক্তি রাখা হয়েছিল। এতে পাঠদান ব্যাহত হয়। ফলে নৈশ্যপ্রহরীকে পাঠদান করাতে হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা