× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে চোরকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৮:৫২ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ২১:১২ পিএম

রবিবার বেলা ১১টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন দোকানটির মালিক ও সমিতির সভাপতি মোহসীন হোসেন টিপু। প্রবা ফটো

রবিবার বেলা ১১টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন দোকানটির মালিক ও সমিতির সভাপতি মোহসীন হোসেন টিপু। প্রবা ফটো

গোপালগঞ্জ শহরে মোসলেম উদ্দিন প্লাজা মার্কেটের একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দিনে-দুপুরে এ চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মোসলেম প্লাজা দোকান মালিক সমিতি

রবিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ওই মার্কেটের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন মোসলেম প্লাজা মালিক সমিতির প্রধান উপদেষ্টা চৌধুরী আবুল কালাম আজাদ, সভাপতি মোহসীন হোসেন টিপু, সাধারণ সম্পাদক এসএম মাহফুজুর রহমান।  

লিখিত বক্তব্যে দোকানটির মালিক ও সমিতির সভাপতি মোহসীন হোসেন টিপু বলেন, গত ৫ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে ৭/৮ জনের একদল চোর তানিশা মোবাইল ঘরের শাটারের তালা ভেঙে ভিতরে ঢোকে। এ সময় তারা ১৪৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, নগদ ৭১ হাজার টাকাসহ প্রায় সাড়ে ২৩ লাখ টাকার মোবাইল চুরি করে নিয়ে যায়।  

তিনি বলেন, গত ৮ জুলাই গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়। এ মামলার তদন্তের স্বার্থে চুরির ভিডিও ও ছবি পুলিশকে দেওয়া হয়। কিন্তু মামলা করার ৯ দিন পার হলেও এখন পর্যন্ত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার বা চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। আমি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে মালামাল উদ্ধারের জোর দাবি জানাই।

সমিতির সাধারণ সম্পাদক এসএম মাহফুজুর রহমান বলেন, দীর্ঘ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউতে গ্রেপ্তার করতে না পারায় এই মার্কেটের দোকান মালিকরা আতঙ্কে  রয়েছেন।  

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, কিছু সিসিটিভি ফুটেজ ও ছবি পেয়েছি। সে অনুযায়ী আমরা কাজ করছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে চোরাইকৃত মালামাল উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা