বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৮:৪৫ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৯:২৯ পিএম
বান্দরবান সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. আব্দুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন মাহাবুবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত মো.আব্দুল্লাহ বান্দরবান পৌরসভার ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানুর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল আব্দুল্লাহ। বাসায় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর শনিবার বান্দরবান সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু পজেটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান সে।
সিভিল সার্জন মাহাবুবুর রহমান বলেন, তারা রোগীকে বাড়িতে চিকিৎসা দিয়েছিল। একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয় আব্দুল্লাহকে। বিলম্বের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমরা তাকে বাঁচাতে পারিনি।
ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ২৪ নারী ও ৪১ জন পুরুষসহ মোট ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ২১ জন আক্রান্ত হয়েছে গত ১৪ দিনে। হাসপাতালে ভর্তি রয়েছে ১১ জন।
সূত্র আরও জানায়, চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত ৯৫ শতাংশ রোগী বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়া এবং ওয়াপদা ব্রিজ এলাকার বাসিন্দা।
বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা এলাকার বাসিন্দা মো. এমরান বলেন, পাঁচ দিন আগে তার জ্বর হয় এবং চার দিন আগে হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন অনেকটাই সুস্থ তিনি।
একই পরিবারের রায়সা হাসান, হৃদিকা হাসান, লাবণী ও রকিবুল হাসান ডেঙ্গু আক্রান্ত হয়।